• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ফুলতলায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১৮ দোকানিকে অর্থদন্ড

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে সরকার ঘোষিত সারাদেশে রাত ৮টার পর দোকান, বিপনী বিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধের আদেশ বাস্তবায়নের লক্ষে শনিবার রাত সোয়া ৮টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার  সাদিয়া আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করেন।

এ সময় দোকান খোলা রাখার অভিযোগে দুলাল ও আলিম বিশ্বাসের ফলের দোকান, চাঁদপুর বেকারী, মোস্তাকিমের কাঁচামালের দোকান, আবুল হাসানের মুদি দোকান, দুলালের মোবাইল দোকান ও মিলন শেখের মাইকের দোকানে প্রত্যেকে ৫শ’ টাকা করে এবং লিটন মুদি দোকান, আনোয়ার ও লিটুর কাঁচা বাজারের দোকানসহ ১২ ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকে ২শ’ টাকা করে সর্বমোট ৫ হাজার ৪শ’ জরিমানা ধার্য ও আদায় করা হয়। এদিকে ইউএনও সাদিয়া আফরিন ইউনিক নিউজ প্রতিনিধিকে জানান, প্রতিদিন অভিযান অব্যাহত রাখা হবে।

প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ মঙ্গলবার থেকে প্রতি সপ্তাহে একদিন জ্বালানি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।  এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক একটি নির্দিষ্ট সময়ের জন্য লোডশেডিং শুরু হতে যাচ্ছে।
 

আজকের খুলনা
আজকের খুলনা