• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ১

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

কয়রায় বন-বিভাগ ও কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে বিষ দিয়ে ধরা মাছ ও বিষসহ নুরুজ্জামান গাজী নামে এক জেলেকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে আটক হাসানুজ্জামানকে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে বনবিভাগ।

এর আগে সোমবার (২৭ জুন) রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের বজবজা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বীণাপানি গ্রামের বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৭০ কেজি চিংড়ি মাছ ৩ বোতল বিষ, একটি নৌকা, মাছ ধরার ২টি ভেসাল জাল জব্দ করেছে বনরক্ষীরা।

এছাড়া কয়রা থানার সদর ইউনিয়নের কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির এস আই হাসানুজ্জামানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিজান পরিচালনা কালে ৫ নম্বর কয়রা এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে ধরা ৪০ কেজি চিংড়ি মাছ রেখে দুষ্কৃতি কারিরা পালিয়ে যায়।

আজকের খুলনা
আজকের খুলনা