• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পদ্মাসেতু চালু হলেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর ভাগ্যের উন্নয়ন হবে

আজকের খুলনা

প্রকাশিত: ১ জুন ২০২২  

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, তৃণমূলের জনপ্রতিনিধি মেম্বররা হলেন জনগণের প্রকৃত সেবক। তারা গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের মাঝে ছুটে যায়। সুখ-দুঃখের অংশীদার হয়। যাদের অক্লান্ত পরিশ্রমে কেন্দ্রীয় সরকারের সকল সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়। সুতরাং তৃণমূলের জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান বা মর্যাদা পাওয়া সময়ের দাবি। তিনি মেম্বরগণের বিভিন্ন সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, বিগত দিনে যেমনি ভাবে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনারা সহযোগিতা করেছেন, তেমনি ভাবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরতœ শেখ হাসিনার ঘোষিত গ্রাম হবে শহর কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হলে তা অচিরেই বাস্তবায়িত হবে। এজন্য তিনি মেম্বরদের অগ্রণী ভূমিকা পালনের আহŸান জানন। 
তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি উলে­খ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উন্নয়নের সাধ উপভোগ করেন। যার ধারাবাহিকতায় পদ্মা সেতুর মেঘা প্রকল্প আজ বাস্তবায়িত হওয়ার পথে। আগামী ২৫ জুন পদ্মা সেতু চালু হলেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ের অবরিত দ্বার উন্মোচিত হবে। তিনি কাক্সিক্ষত এই পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার আহŸান করেন সরকারের কাছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর বিএমএ ভবনে খুলনার তৃণমূল জনপ্রতিনিধিদের প্রথম প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।  বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ হোসেন আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মলি­ক সুধাংশু ও সাংবাদিক সুনীল দাস। প্রধান বক্তা ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মুন্না। বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন পরিষদের মেম্বর এস এম ফরিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান স্বপন, খান কামরুজ্জামান, মোঃ শওকাত হাওলাদার, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ মাসুদ রানা, মোঃ সুমন রেজা, মোঃ আবু সালেহ বশির, প্রণব কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল শেখ, শেখ আব্দুল মুকিত, মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ, প্রচার সম্পাদক মোঃ আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, আইন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক, প্রবাসী কল্যাণ সম্পাদক সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক তপন বিশ্বাস তপু। বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদ্যবিদায়ী সদস্য শোভা রানী হালদার, জয়ন্তী রানী সরদার, মহিলা আ’লীগ নেত্রী নীলিমা চক্রবর্তী, ইউপি মেম্বর মোঃ রফিকুল ইসলাম, বিবেক বিশ্বাস, বোরহান ফকির, মাসুম বিল­াহ ইমরান, গাজী মোশরফ হোসেন, কে এম আকবার আলী, আব্দুস সালাম খান, শেখ শাহাবুদ্দীন, মাহাবুবুর রহমান শেখ, আব্দুল­াহ আল মামুন, দুলাল মহলদার, মনিরুল ইসলাম, পার্থ রায় মিঠু, রেজাউল ইসলাম, রুমা আক্তার, রতœা অধিকারী, রুনা বেগম, সেলিনা বেগম, রামপদ মন্ডল, পলাশ কান্তি মহলদার, কিংকর মন্ডল প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হোসেন আলী মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মুন্না আগামী দিনে সংগঠনকে গতিশীল করার লক্ষে বটিয়াঘাটার সুরখালী ইউপি মেম্বর এস এম ফরিদ রানাকে সভাপতি এবং পাইকগাছার লতা ইউপি মেম্বর মোঃ শওকাত হাওলাদারকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশনের কমিটি ঘোষণা করেন।

আজকের খুলনা
আজকের খুলনা