• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার ব্যবসায়ীকে গুলি করে হত্যার কোনো ক্লু উদ্ধার হয়নি

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ মে ২০২২  

খুলনার ফুলতলার ব্যবসায়ী খন্দকার রকিবুল ইসলাম হত্যাকান্ডের ২৪ ঘন্টা পার হলেও হত্যার নেপথ্যের কোনো ক্লু বা কারণ উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কোনো মামলাও হয়নি। এদিকে, আজ ময়না তদন্ত শেষে লাশ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আছর ফুলতলা এম এম কলেজ মসজিদ চত্ত্বরে জানাযার নামাজ শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

গত বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টার দিকে মোটর সাইকেলযোগে যশোর থেকে ফুলতলায় ফেরার পথে অভয়নগরের দত্তগাতী প্রাইমারি স্কুলের কাছে সন্ত্রাসীদের গুলিতে রকিকুল নিহত এবং তাঁর স্ত্রী আহত হন। তার স্ত্রী বর্ষা বর্তমানে খুলনা মেডিকেলকলেজ হাপসাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে, ফুলতলা থানা পুলিশ জানিয়েছে, খুলনা জেলা পুলিশের সন্ত্রাসী তালিকাভুক্ত নিহত রকিবুলের বিরুদ্ধে ফুলতলা ও অভয়নগর থানায় হত্যা ও অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। খুলনার ফুলতলার আলকা কলেজ পাড়ায় তার বাড়ি হলেও বিভিন্ন সময়ে যশোরের অভয়নগরের দত্তগাতী, দামুখালী, ভবদহ ও কপালিয়া এলাকায় তার ছিল একচ্ছত্র আধিপত্য। আধিপত্য বিস্তার, অর্থের লেনদেন বা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

চার ভাই-বোনের মধ্যে রকিবুল ছিল তৃতীয়। এবার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচনে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আলকা চরপুকুর এলাকার আনোয়ার শেখের কন্যা পেয়ারী বেগম ওরফে বর্ষাকে মাত্র এক সপ্তাহ আগে বিয়ে করেন। এটি ছিল পেয়ারী বেগম বর্ষার দ্বিতীয় স্ত্রী।

আজকের খুলনা
আজকের খুলনা