• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রুপসায় চিত্তরঞ্জন হত্যা মামলার আসামী সমীর গ্রেপ্তার

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২  

খুলনার রুপসায় ‘চিত্তরঞ্জন বালা’ হত্যা মামলার প্রধান আসামী সমীর বালাকে (৬৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ । শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রুপসার শিয়ালী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার শিয়ালী মধ্যপাড়া এলাকার মৃত সুধীর বালার ছেলে।

খুলনা জেলার রুপসা থানাধীন শিয়ালী মধ্যপাড়া এলাকার ভিকটিম চিত্তরঞ্জন বালা এবং আসামী সমীর বালাদের মধ্যে জমিজমার দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের হিসেবে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কথাকাটাকাটির একপর্যায়ে আসামী সমীর বালা ভিকটিম চিত্তরঞ্জন বালাকে লাঠি দিয়ে আঘাত করে। ফলে ভিকটিম গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য রুপসা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার বিষয়ে ভিকটিমের ছেলে বাদী হয়ে রুপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

র‌্যাব-৬ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুপসার শিয়ালী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চিত্তরঞ্জন বালা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আাসমী সমীর বালাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রুপসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা