• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে ইঁদুর মারা ফাঁদের শিকার কৃষক

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২  

খুলনার দাকোপে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। পৌরসভার ছোট চালনা এলাকায় শনিবার(১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত পির আলী শেখ ওই গ্রামের মৃত ফুল মিঞার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানার তদন্ত পরিদর্শক আশরাফুল আলম।

তিনি বলেন, সকালে পির আলী শেখ বাড়ির পাশের মাঠে তরমুজের ক্ষেতে যাচ্ছিলেন। পথমধ্যে একটি বোরো ক্ষেতে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, ‘ইঁদুর দমন করতে ধানক্ষেতে বিদ্যুতের লাইন টেনে নেন কৃষকরা। আমরা সব সময়ে চাষিদের এ কাজে নিরুৎসাহিত করি। তুবও কয়েকজন না বুঝে এগুলো করেন। কৃষি অফিসের উদ্যোগে এ নিয়ে আবারও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা