• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় অস্ত্র গুলিসহ আন্তঃডাকাত দলের এক সদস্য আটক

আজকের খুলনা

প্রকাশিত: ৪ মার্চ ২০২২  

খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ আন্ত ডাকাত দলের ১ সদস্যদকে আটক করেছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে জীবন সরদার (২৫)। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতর মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক সুকান্ত ও বাদী মোঃ আনজির হোসেন জানান, মৌখালী গ্রামের কামরুল সরদারেরর ছেলে জীবন সরদার (২৫) এর নামে পাইকগাছা থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে। তার নামে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইটি পরোনা রয়েছে। এ মামলায় তাকে বৃহষ্পতিবার বিকালে (ওসি) অপারেশনের সাইদুর রহমানের নের্তৃত্বে আটক করলে তার জিজ্ঞাসাবাদে সে অস্ত্রের কথা স্বীকার করে।

aওই দিন রাতে তাকে নিয়ে মৌখালী তার বাড়ির পাশে ইউপি সদস্য হায়দার আলীর তেতুল গাছের ঝোঁপের মধ্য হতে দেশী তৈরী একটি একনলা বন্ধুক ও দুই রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, জীবনের নামে পাইকগাছা থানায় ১১ টি মামলা রয়েছে। সে আন্ত ডাকাত দলের সদস্য। তাকে আটকের জন্য অনেকদিন যাবত চেষ্টা করে যাচ্ছিলাম। তাকে একটি পরোনায় আটক করার পর জিজ্ঞাসাবাতে সে অস্ত্র ও গুলির কথা স্বীকার করে। বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার দেখানো মতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাকে আটকের পর এলাকায় স্বস্থির নিশ্বাস ফেলেছে।

আজকের খুলনা
আজকের খুলনা