• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি দোকান ভষ্মিভূত

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২  

খুলনার পাইকগাছার আগড়ঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে’র ঘটনায় দু’টি দোকান ভষ্মিভূত ঘটনা ঘটেছে। রোববার আনুঃ রাত ১১টার দিকে শেফা হোমিও হল এ্যান্ড গার্মেন্টস ও ফ্রেন্ড টেলার্স নামে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ভষ্মিভূত হয়ে যায়। এতে সর্বমোট প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে আকস্মিক ঝড় বৃষ্টির কারণে বাজারের প্রায় সকল প্রতিষ্ঠানের মালিকরাসহ স্থানীয় লোকজন দ্রুত বাড়িতে চলে যায়। এরপর ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে দু’টো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

শেফা হোমিও হল এন্ড গার্মেন্টস’র স্বত্বাধিকারী সুলতান গাজী ও মোঃ সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এতে তাদের ৭টি সেলাই মেশিন, বাই সাইকেল, সিট কাপড়, ঔষধ, বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

অপরজন ফ্রেন্ডস টেইলার্স’র স্বত্বাধিকারী মতিয়ার রহমান জানান, তাদের তৈরি পোশাকসহ সিট-কাপড় ও অন্যান্য আসবাবপত্র মিলিয়ে আনুমানিক প্রায় দু’ই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আকস্মিক ঝড় বৃষ্টির কারণে বাজারের প্রায় সকল প্রতিষ্ঠানের মালিকরাসহ স্থানীয় লোকজন দ্রুত বাড়িতে চলে যায়। এরপর আগুনের সূত্রপাত হয়ে তা দু’টি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। তবে বাজারে তেমন লোকজন না থাকায় প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে অগ্নিকান্ডের খবরে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে।

সর্বশেষ অগ্নিকান্ডের খবরে ওই রাতেই পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান ও ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজকের খুলনা
আজকের খুলনা