• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ায় জেলের জালে ট্রাকিং ডিভাইস সহ কচ্ছপ!

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২  

খুলনার দিঘলিয়ায় স্থানীয় একজন জেলের জালে বিপন্ন প্রজাতির ১টি কচ্ছপ ধরা পড়েছে। যেটির পিঠে স্যাটেলাইট ট্রাকিং ডিভাইস বসানো ছিল।

এলাকাবাসীর কাজ থেকে জানা যায়, শনিবার (২৬ ফেব্রুয়ারি) গাজীরহাট ইউনিয়নের ডোমরা গ্রামের অর্জুন বৈরাগী নামে একজন কৃষক আতাই নদীতে মাছ ধরার সময় কচ্ছপটি তার জালে আকটা পড়ে। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৮ কেজি। কচ্ছপটির খোলসের ওপরে ট্রাকিং ডিভাইস লাগানো ছিলো। মোবাইল নং সহ কিছু সংকেত দেওয়া ছিলো। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের কর্মীরা স্থানীয় জেলের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে গাজিরহাট পুলিশ ক্যাম্পের হেফাজতে দিয়েছেন।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মীরা সুন্দরবন করমজল এলাকা থেকে কচ্ছপটির গতিবেগ নির্ণয়ের জন্য নদীতে ছেড়ে দেয়। কচ্ছপটি স্থনীয় একজন জেলের জালে ধরা পড়েছে এমন খবর পাওয়া মাত্র গাজীরহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবহিত করি। বর্তমানে কচ্ছপটি গাজিরহাট পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা