• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

খুলনায় ১৪ ঘন্টায় উদঘাটিত হয়নি জমজ শিশুর মৃত্যু রহস্য

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২  

নানাবাড়ি বেড়াতে এসে মাঝরাতে নিখোঁজ হয় দুই মাস ১১ দিন বয়সের যমজ দুই কন্যা মনি ও মুক্তা। পরে ভোর ৬ টার দিকে একটি পুকুরে তাদের ভাসমান লাশ পাওয়া যায়।

শুক্রবার সকালে জেলার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বেশ কিছু দিন আগে দুই বোন নানা আবুল খায়েরের বাড়িতে বেড়াতে আসে। স্থানীয়রা জানান, বাগেরহাটের মোল্লারহাটে মাসুম বিল্লাহর সঙ্গে প্রায় ছয় বছর আগে তেরখাদার কনা বেগমের বিয়ে হয়। মাসুম চাঁদপুরে একটি কোম্পানিতে চাকরি করেন।

শুক্রবার দিবাগত রাতে মায়ের সঙ্গে শিশু দুটি ঘুমিয়ে ছিল। মধ্যরাতের দিকে শিশু দুটিকে না পেয়ে খুঁজতে শুরু করে। পরে ভোরে একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়। তেরখাদা থানার ওসি (তদন্ত) মাসুম কাজী রাত ৮ টায় জানান, ঘরের মধ্য থেকে শিশু দুটি নিখোঁজ হওয়া রহস্যজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব নয়।

আজকের খুলনা