• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় বেড়িবাঁধ থেকে অবৈধ পাইপ-কার্লভাট অপসারণ

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২  

পাইকগাছায় পোল্ডার অভ্যন্তরে বাঁধ কেটে অবৈধভাবে প্রতিস্থাপিত পাইপ-কার্লভাট অপসারণের কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। প্রাথমিকভাবে উপজেলার ২০-২১ নং পোল্ডার থেকে পাইপ-কার্লভাট অপসারণের জন্য ইউএনও পাউবোকে নির্দেশক্রমে অনুরোধ করেন।

জানাগেছে উপজেলার দেলুটি ও লতা ইউনিয়নের অন্তত ৮০ জন চিংড়ি ঘের মালিক তাদের ঘেরে লবণ পানি সরবরাহের সুবিধার্থে বিভিন্ন সময় ২০-২১ নং পোল্ডার অভ্যন্তরের বেড়িবাঁধ কেটে পাইপ ও কার্লভাট প্রতিস্থাপন করেন। সম্প্রতি উপজেলায় লবণ পানির চিংড়ি চাষ বিরোধী দাবি জোরালো হলে এলাকাবাসি পোল্ডার অভ্যন্তরে লবণ পানির অনুপ্রবেশ বন্ধে ঐসকল পাইপ-কার্লভাট অপসারণের জন্য ইউএনওকে অনুরোধ করেন। যার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম গত ২৩ জানুয়ারী ০৫.৪৪.০০১.৩২.০১৩.২২-৫২ নং স্মারকে পাউবো পাইকগাছা পওর শাখাকে অনুরোধ করেন।

পাইকগাছা পওর-শাখা-১ স্মারক ২৫০ এর মাধ্যমে বিষয়টি সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে। অবৈধ পাইপ-কার্লভাট অপসারণে পাউবো কতৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য লিখিত অনুরোধপত্রের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।

সর্বশেষ উপজেলার পোল্ডার অভ্যন্তরে লবণ পানির অনুপ্রবেশ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রাথমিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন লবণ পানি বিরোধী এলাকাবাসি।

আজকের খুলনা
আজকের খুলনা