• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় নদী সংরক্ষন শীর্ষক উদ্বুদ্ধকরণ সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১  

নদী দুষণ, অবৈধ দখলদারিত্ব এবং অন্যান্য দুষণ থেকে ৪৮ টি নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরী ও সমীক্ষা প্রকল্প প্রথম পর্বের আওতায় জাতীয় নদী রক্ষা কমিশনের আয়োজনে ও উপজেলা নদী রক্ষা কমিটির সহযোগিতায় উপজেলা নদী সংরক্ষন শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব একরামুল হক।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগ্রাম অফিসার এ আরএম খালেকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী,আব্দুস সামাদ গাজী, সরদার নুরুল ইসলাম, মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেরামত আলী, আব্দুর রহমান সানা, প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কৃষকলীগ নেতা মোঃ শাহিনুর রহমান, এনজিও কর্মকর্তা মনতোষ কুমার মধু, সরোয়ার হোসেন প্রমুখ।

কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা