• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় যাত্রীবাহি বাস খাদে : নারী-শিশুসহ ১৮ জন আহত

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

ডুমুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে যাত্রীবাহি বাস খাদে পড়ে নারী-শিশুসহ ১৮জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী দেবাটা এলকার জুয়েল রানা জানান,ঘটনার দিন দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহি বাস (খুলনা মেট্রো জ-১১-০০৪৬) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়।এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডান পাশে খাদে পড়ে যায়।

এসময় বাসে থাকা খুলনা মহম্মদনগরের পাপড়ি বেগম (৩৫),পাটকেলঘাটার আমিনুর রহমান (৫০),সরবানী বেগম (৪০),সাতক্ষীরার সারিব (২৬),ভেটখালীর নুর ইসলাম (৪০),খুলনার আশীষ রায় (২৭),কেশবপুরের সৈকত সাহা (২০),শ্যামনগরের আবুল কালাম (৩৪),নাইম হোসেন (১৯),জাহিদ হাসান (১৯),সাতক্ষীরার সুমন সাহা (২৭),হাসান আলী (৪০),সিয়াম হোসেন (২),মুনিয়া খাতুন (৩),খুলনার খান রাবিুল ইসলাম (৪০),কলারোয়ার রিপন শেখ (৫১),উম্মে সালমা (৪০),আশাশুনির জাহাঙ্গীর শেখ (২০) আহত হয়।দ্রুত ফায়্ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং এদের মধ্যে আহত আমিনুর রহমান ও খান রকিবুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা