• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় অস্ত্র মামলায় দুইজনের ১৭ বছরের কারাদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

অস্ত্র মামলার দুইটি পৃথক ধারায় দু'জনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (২১ নভেম্বর) খুলনা ২নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হল- তেরখাদা উপজেলার আনন্দ নগর গ্রামের মৃত আবুল বাসার মোল্লার ছেলে আক্তারুজ্জামান মোল্লা ওরফে হায়দার (পলাতক) ও একই এলাকার কামরুল ইসলামের ছেলে মশিউর রহমান ওরফে পলাশ। আদালতের এপিপি এম ইলিয়াস খান এ নিশ্চিত করেন।

সূত্র জানা গেছে, ২০১৮ সালের ৯ আগস্ট খুলনা জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল তেরখাদার শেখপুরা বাজারে অবস্থান নেয়। এ সময় তারা জানতে পারেন আনন্দ নগর গ্রামের কাটাখাল গোড়া নামক স্থানে জনৈক শওকাতের চায়ের দোকানের পাশে কয়েকজন দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য অবস্থান করছে। উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও আক্তারুজ্জামান হায়দার ও পলাশ পুলিশের কাছে আটক হয়। তাদের দেহ তল্লাশী করে পুলিশ হায়দারের কাছ থেকে কার্তুজসহ একটি দেশি তৈরি শাটার গান ও পলাশের কাছ থেকে কার্তুজসহ দেশি তৈরি শাটার গান উদ্ধার করে।

ওই দিন জেলা গোয়েন্দা শাখার এস আই অর্জুন কুমার দাস বাদী হয়ে তেরখাদা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন (যার নং ২)। একই বছরের ২৮ নভেম্বর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান তাদের দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আজকের খুলনা
আজকের খুলনা