• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়া উপজেলায় ৫৯ টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব 

আজকের খুলনা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১  

জেলার দিঘলিয়া উপজেলায় ৬টি ইউনিয়নে  সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা উৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। পূজার সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। এ উপজেলার ৬টি ইউনিয়নের ৫৯ টি পূজা মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে গাজীরহাট ইউনিয়নে ২৬টি মন্দিরে, বারাকপুর ইউনিয়নে ১৭টি মন্দিরে, দিঘলিয়া ইউনিয়নে ৪টি মন্দিরে, সেনহাটি ইউনিয়নে ৯টি মন্দিরে,আড়ংঘাটা ইউনিয়নে মাত্র ১ টি মন্দিরে এবং যোগিপোল ইউনিয়নে ২ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পূজা মন্ডপগুলোতে ইতোমধ্যে  খড় ও কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে , বাকি আছে শুধু রংতুলির কাজ। মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় দেবী প্রতিমার কৃত্রিম জীবন দানের কাজে ব্যস্ত সময় পার করছেন। 

দেবীকে স্বাগত জানাতে  সর্বত্রই চলছে অনন্দঘন  উৎসব মুখর পরিবেশ। উপজেলার সনাতন ধর্মাবলম্বী এলাকাগুলোতে বইছে আনন্দের জোয়ার। দূর্গাপূজা উৎসব উদযাপনের সর্বশেষ খবর  জানতে কথা হয় দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সৌমিত্র কুমার দত্তের সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, আমরা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে পূজা উদযাপন করব। তবে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী দিঘলিয়া উপজেলার ৫৯টি পূজা উদযাপন মন্দিরে জানানো হয়েছে। এখন পর্যন্ত দিঘলিয়া উপজেলার কোথাও কোন অপ্রতিকর কোন ঘটনা ঘটেনি। প্রতি বছরের ন্যায় এ বছরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সক্রিয়  আছে।  পুলিশের পাশাপাশি অতিরিক্ত আনছার বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন বলে জানা যায়। 

উল্লেখ্য আগামী ১১ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ১৫ই অক্টোবর দূর্গা দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেঘ হবে সনাতন ধর্মাবলম্বীদের মহা দূর্গা উৎসব।

আজকের খুলনা
আজকের খুলনা