• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১  

আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে দাকোপ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ প্রশাসন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে। ভোটের সুষ্ট পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহন। আজ শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ^াস ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ট এবং নিরপেক্ষ করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভাট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন।

তিনি প্রতিদ্বন্দি প্রার্থীসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করে বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ট করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। কেউ কোন ধরনের বিশৃংক্ষলা করার চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ সময় তিনি পানখালী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২নং মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়, পানখালী ইউনিয়ন পরিষদ কেন্দ্র, খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয়, বরাইখালী প্রাথমিক বিদ্যালয়, বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বিভিন্ন বাজারে সচেতনতামূলক সভা করেন। তার সাথে বাংলাদেশ বর্ডার গার্ডের নায়েক সুবেদার আনোয়ার হোসেনসহ বিজিব সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার দাকোপ সার্কেল মোঃ রাশেদ হাসান, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে থানা পুলিশ উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদ, নলিয়ান বাজার এবং কামারখোলা ইউনিয়ন পরিষদ, কালীনগর বাজারসহ জনগুরুত্বপূর্ন এলাকায় প্রতিদ্বন্দি প্রার্থী এবং ভোটারদের নিয়ে পৃথক পৃথক সভা করেন। এ সময় তারা ভোটের দিন যে কোন মূল্যে আইন শৃংক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে বলেন, ভোটের সুষ্ট পরিবেশ বজায় রাখতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। 

আজকের খুলনা
আজকের খুলনা