• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইউপি নির্বাচন কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না : জেলা প্রশাসক

আজকের খুলনা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১  

খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ট নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ফলে বিশৃঙ্খলা দমনে মাঠপর্যায়ে প্রশাসন জিরোটলারেন্স থাকবে। কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

দাকোপে ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচারণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর আহমেদ।

 

দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তৃতা করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা এবং ৯ ইউনিয়নের সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা অংশ গ্রহন করেন। এর আগে তিনি চালনা কলেজে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠানে গিয়ে তাদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আজকের খুলনা
আজকের খুলনা