• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনার তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

খুলনার তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন ও  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি হল- পুরনো-বাসী খাদ্য উপকরণ প্রক্রিয়াজাত করে পুনরায় বেকারী খাদ্য প্রস্তুতের অভিযোগে ফুলতলার দক্ষিণডিহির তিতাশ বিস্কুট কোম্পানিকে ৫০ হাজার টাকা; চিপসের মোড়কে মেয়াদ ও মূল্য না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরী করায় ফুলতলা বাজারের এইচ আর ফুডে ১০ হাজার টাকা; নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও খাবারে কাপড়ের রং ব্যবহার করায় একই বাজারের নিউ চাদপুর বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা