• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বাজুয়া জাতীয় মৎস্য সপ্তাহে জেলেদের সাথে মতবিনিময় সভা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১  

দাকোপের বাজুয়া জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপনের তৃতীয় দিনে মৎস্যচাষী ও মৎস্যজীবী জেলেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে আজ সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২ টায় বাজুয়া ইউনিয়ন পরিষদে উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে বাজুয়া ইউপি সচিব ননী গোপল মন্ডলের সভাপতিত্বে সভায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান। উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার বিপুল কুমার দাস, মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী আব্দুল্লাহ আল মামুন, জি এম তারেক আহম্মেহ, আঃ হান্নান গাজীসহ ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, স্থানীয় মৎস্যজীবীবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া সভায় মৎস্যজীবী জেলেদের তালিকা হালনাগাদ বিষয়ে আলোচনা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা