• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে লকডাউনের দ্বিতীয় দিনে মাঠে তৎপর প্রশাসন

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

বিত্র ঈদুল আযহার পর করোনা সংক্রমণ মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন পালনের দ্বিতীয় দিনে দাকোপে উপজেলা র্নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদরসহ সকল গুরুত্বপূূর্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা যায়।

 

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ যৌথ বাহিনী উপজেলা প্রশাসনের নেতৃত্বে চালনা পৌরসভার আছাভূয়া, চালনা বাজার, বৌমার গাছতলা, বটবুনিয়া এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল দাকোপ মোঃ রাশেদ হাসান, থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইকবল নেতৃত্বে ছিলেন। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় পৃথক ভাবে তিন জনকে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। এ সময় বাজার এলাকার দোকানপাট বন্ধ ছিল, সাধারণ মানুষদের ও খুব বেশি রাস্তায় বের হতে দেখা যায়নি।

আজকের খুলনা
আজকের খুলনা