• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

অসহায়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করলেন যুবকেরা

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

উদীয়মান যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (২২ জুলাই) সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে ২০০ মধ্যবিত্ত পরিবার এবং ৩০০ নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে গরুর মাংস ও পোলাও চাল বিতরণ করা হয়।

স্থানীয় ৭নং ক্যাম্পের বাসিন্দা আনোয়ারি বেগম বলেন, পরিবারে খুব কষ্ট। ছেলের সাথে থাকি। অল্প আয়। সংসারে অভাব। এলাকার ছেলেরা একটা কাগজ দিয়েছিল আজ গোস্ত দিবে, তাই চলে এসেছি। এটা নিয়ে যেয়ে ছেলের বউকে দিবো, রান্না করে খাবো। এরপর একটি রিক্সা ডেকে দিলে তিনি বাড়িতে চলে যান।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল বলেন, স্থানীয় মানবিক কিছু যুবকদের প্রেরণায় সংগঠনের জন্ম। সংগঠনটিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, খেলোয়াড় ও কর্মজীবী যুবক রয়েছে। তাদের সমাজের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে। তারা নিজেদের গরজে অর্থ ও সময় দিয়ে সংগঠনকে টিকিয়ে রেখেছে। লকডাউনে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষগুলো বিপাকে পড়েছে। সেই মানুষগুলোর সাথে ঈদের খুশি ও আনন্দ উপভোগ করতেই আমাদের এই উদ্যোগ। দিন রাত জেগে মানুষের বাড়ি বাড়ি যেয়ে যারা প্রকৃত অসহায় ও মানুষের কাছে চাইতে পারে না তাদের খুঁজে টোকেন দিয়ে এসেছে। অনেক মধ্যবিত্ত পরিবার সমস্যায় থাকলেও বলতে পারেন না। এমন ২০০ মানুষকে খুঁজে তাদের বাড়ি যেয়ে সংগঠনের সদস্যরা ঈদের গরুর গোশত ও পোলাও চাল দিয়েছে। পরে আরও ৩০০ অসহায় নিম্ন আয়ের মানুষকে এখানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া রাতে রান্না করা গুরুর গোশত ও পোলাও ৫০ জন মানুষের বাড়িতে দেওয়া হয়েছে। এতে সবাই খুব খুশি। তাদের খুশিতেই সংগঠনের প্রতিটি সদস্যের কষ্ট আনন্দে পরিঙত হয়েছে। মনে একটা শান্তি পাচ্ছি যে কিছুটা হলেও এসব অসহায় মানুষের জন্য করতে পেরেছি।

আজকের খুলনা
আজকের খুলনা