• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

মানসিক বিকাশের জন্য খেলাধূলার কোন বিকল্প নেই ডাঃ শেখ শহিদ উল­াহ

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

শারিরিক গঠন ও মানসিক বিকাশের জন্য খেলাধূলার কোন বিকল্প নেই উলে­খ করে ডাঃ শেখ শহিদ উল­াহ বলেন, সরকার খেলাধুলার উন্নয়নে নানামুখি পদক্ষেপ নিয়েছে, যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের খেলোয়াড়রা সুনাম অর্জন করছে।

খেলাধুলার উন্নয়নে সরকার প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করছে। সরকারের এ কর্মসূচী বাস্তবায়ন হলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। পাইকগাছা কয়রায় অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অনেকেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ভবিষ্যাতে এ অঞ্চল থেকে আরো মানসম্মত খেলোয়াড় তৈরী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। করোনা মহামারি সংক্রমন ঠেকাতে সামাজিক দুরুত্ব মেনে ঈদ আনন্দ উপভোগ করার আহবান জানিয়ে জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএম এ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ শহীদউল­াহ’ আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখার জন্য নানা মূখি উদ্যোগ নিয়েছেন। সেকারণে যুব সমাজের উচিত ফ্রী সময়টা অসৎ কাজে না ব্যয় করে খেলাধুলা করা। রবিবার বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার খড়িয়া বিনা পানি স্কুল মাঠে খড়িয়া এল ও ডি স্পোর্টিং ক্লাবে ফুটবল বিতরণ কালে অধ্যাপক ডাঃ শেখ শহিদুল­াহ এসব কথা বলেন। এসময় অন্যানোর মধ্যে চিত্ত রঞ্জন রায়, সাংবাদিক ফসিয়ার রহমান, নাজমুস শাহদত জজ, বিপ্লব কুমার মন্ডল, অভিজিৎ কুমার মন্ডল সহ প্রায় অর্ধশতাধিক খেলোয়াড় উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা