• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

লকডাউনে কঠোর অবস্থানে দাকোপ উপজেলা প্রশাসন

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

দাকোপ উপজেলা প্রশাসনের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৭দিনের লকডাউনের ১ম দিনে কঠোর অবস্থান থেকে বাজার মনিটরিংও জনসমাগম রোধ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টির জন্য ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২২ জুন) সকালে উপজেলায় চালনা বাজার লঞ্চঘাট ও চালনা পৌরসভায় মাস্ক ব্যবহার না করায় ৭০০০ টাকা আর্থিক জরিমানা করেছেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মিন্টু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোতুজা খান,থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী,ওসি তদন্ত,ও গনমাধ্যম কর্মীরা।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস কোর্ট পরিচালনা কালে বলেন মহামারী করোনা মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে। অপ্রয়োজনে কেউ ঘর থেকে বাহির হবেন না, অতিপ্রয়োজনে হলে স্বাস্থবিধি মেনে চলুন। তিনি বলেন করোনা বিস্তার রোধে মেনে চলুন হোম কয়োরেন্টাইন প্রক্রিয়া, নিজেকে অন্য সবার কাছ থেকে বিচ্ছিন্ন রাখুন, অনেক শিক্ষিত মানুষের মধ্যেও সচেতনার অভাব লক্ষ্য করা যায় যে কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-কাটা করার জন্য বলা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা