• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ৫ জুন ২০২১  

ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে উপকূলীয় কয়রা উপজেলার ৪ টি ইউনিয়নের ১২ টি পয়েন্টে নদীর বাঁধ ভেঙে প্রায় অর্ধশতাধিক গ্রাম নোনা পানিতে প্লাবিত হয়। দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পানি বন্ধী মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি লবণ, ১ প্যাকেট নুডুলস ১ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৪ জুন) বিকাল ৫ টায় উপজেলা পরিষদে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (ত্রাণ) মোঃ আনিছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আজিজুল হক জোয়ার্দার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।

আজকের খুলনা
আজকের খুলনা