• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সালাম মূর্শেদী এমপি

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ মে ২০২১  

খুলনা জেলার তেরখাদা উপজেলার পদ্মায় স্পীড বোর্ড দূর্ঘটনায় সব হারানো সেই মিমকে স্থায়ী ভাবে বসবাসের ব্যবস্থা ও ভবিষ্যতের জীবন জীবিকা নির্বাহ ও রূপসা উপজেলার বাগমারা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তাদের পাশে সবসময় থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, ৩ মে পদ্মা নদীতে স্পীড বোর্ড ও বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে নিহত হন ২৬ জন। এর মধ্যে খুলনা জেলার তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের মিম হয়ে পড়েন সবহারা। কেননা ওই দূর্ঘটনায় তার পিতা-মাতা ও দুই বোনও নিহত হন। সবহারিয়ে একা বেঁচে থাকা এই মিমের পাশে অনেকেই গেলেও এতোদিনেও দৃশ্যমান হয়নি তার স্থায়ী বসবাসের চিন্তা কিংবা ভবিষ্যতের জীবন-জীবিকা নির্বাহের চিন্তা। এমন অবস্থায় তার দায়িত্ব নিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী। তিনি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে মিমের বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে নানার বাড়িতে স্থায়ীভাবে পাকাঘর নির্মাণ ও সুপেয় পানির জন্য টিউবওয়েল বসানোর এবং ভবিষ্যতে আর্থিক সমস্যা সমাধানের কাজ শুরু করার নির্দেশনা প্রদান করেছেন।

এদিকে রূপসা উপজেলার বাগমারা গ্রামের আকবর শেখ এর ছেলে কবিরের ভাড়াটিয়া বাড়িতে শনিবার সকাল ১১টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও আটটি ঘরের কোন মালামাল রক্ষা করতে পারেনি। ফলে ওই বাড়িতে বসবাসকারী ৯টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়।

আজকের খুলনা
আজকের খুলনা