• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফুলতলায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

আজকের খুলনা

প্রকাশিত: ৯ মে ২০২১  

ফুলতলা উপজেলা প্রশাসন ও খাদ্য অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের নিকট থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২১এর উদ্বোধনী অনুষ্ঠান রোববার বেলা সাড়ে ১১টায় ফুলতলা খাদ্য গুদামে অনুষ্ঠিত হয়।

ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, খাদ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, খাদ্য গুদাম কর্মকর্ত মোঃ মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খাদ্য পরিদর্শক পল্লব ঘোষ, কৃষক প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

প্রসংগত অনলাইনে কৃষককের এ্যাপস এ রেজিষ্টেশন করে লটারীর মাধ্যমে ১২৯১টি আবেদনের মধ্যে ২২৬ জন কৃষককে নির্বাচিত করা হয়। কৃষক প্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দিতে পারবে। মোট বরাদ্দ ৬৩০ মেট্রিক টন। প্রতি মণ ধান ১ হাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা