• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় সাড়ে ৫শ` কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

খুলনার দিঘলিয়া উপজেলার সাড়ে পাঁচ শতাধিক কর্মহীন প্রান্তিক মানুষকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এছাড়া দিঘলিয়া আশ্রয়ণ প্রকল্পের ২০টি পরিবারকে এবং বিভিন্ন পেশার অতিশয় বৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষম এরকম আরও ১০টি পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচিতে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। 

উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের খুলনার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল আলম, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কর্মসূচিতে দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক কর্মহীন প্রান্তিক মানুষের (দিনমজুর, বেকার, চা দোকানদার, ভ্যানচালক, প্রতিবন্ধী ইত্যাদি) মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এছাড়াও আড়াইশ'জন তালিকাভুক্ত উপকারভোগীকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, আধাকেজি সেমাই, আধালিটার তেল ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসক মহোদয়ের একান্ত উদ্যোগে প্রত্যেক উপকারভোগীকে আধালিটার করে গরুর দুধ বিতরণ করা হয়। 

 

আজকের খুলনা
আজকের খুলনা