• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনা বিভাগে ১৩ দিনের মধ্যে সর্বনিম্ন কোভিড রোগী

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

খুলনা বিভাগে গত ১৩ দিনের মধ্যে আজ রোববার করোনা ভাইরাসের সংক্রমণ সবচেয়ে কম শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে খুলনা বিভাগে নতুন করে ১৮১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। বিভাগের ১০ জেলায় এই সময়ে ৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ১৫০ পার হয়েছে।

এর আগে ৫ জুলাই ১০২ জন শনাক্ত হয়েছিলেন। পরের দিন এই সংখ্যা ছিল ১৭০। এরপর শুধু বেড়েছেই। ৬ জুলাইয়ের পর আজই শনাক্তের সংখ্যা ২০০ এর নিচে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ জানান, বিভাগে নতুন করে ১৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ৪ হাজার ২২৯ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থতার হার প্রায় ৪৮ শতাংশ।

বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়ায়। গতকাল ১২২ তম দিনে রোগীর সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়ায়।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে খুলনায় ৮২, বাগেরহাটে ১২, চুয়াডাঙ্গায় ৫, যশোরে ৩১, ঝিনাইদহে ৫, মাগুরায় ৯, মেহেরপুর ৪, নড়াইলে ১৪ ও সাতক্ষীরায় ১৯ জন রয়েছেন। কুষ্টিয়ায় এই সময়ে কেউ শনাক্ত হননি।

বিভাগের মোট সংক্রমিত ৮ হাজার ৯৪১ জনের মধ্যে ৩ হাজার ৫৯৫ জনই খুলনা জেলার, যা মোট রোগীর প্রায় ৪১ শতাংশ।

আজকের খুলনা
আজকের খুলনা