• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে মাদক সেবন করায় যুবকের কারাদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

খুলনার দাকোপ উপজেলায় মাদক সেবনের দায়ে সরদার ফাহাদ আহম্মেদ (২২) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফাহাদ আহম্মেদ ওরফে হিমেল চালনা পৌরসভার আঁচাভূয়া গ্রামের সরদার ফারুক আহম্মেদের ছেলে।

পুলিশ জানায়, দাকোপ থানার উপপরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে সহকারি উপপরিদর্শক মো. রবিউল ইসলাম ও শেখ ইসলাম বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে এক লিটার বাংলা মদসহ ফাহাদকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আবদুল ওয়াদুদের কাছে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফাহাদ আহম্মেদকে কারাদণ্ড দেয়া হয়েছে।

স্থানীয় অন্তত ১৫জন লোক জানায়, ফাহাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে থাকে। অনেক সময় মাদকের টাকা সংগ্রহ করতে এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কাজে লিপ্ত হন তিনি।

থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, দণ্ডিত ফাহাদ আহম্মেদ উপজেলার সদর আঁচাভূয়া কাঁচাবাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ফাহাদকে দুপুরেই খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা