• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পদ্মফুলে কি আর পেট ভরে

আজকের খুলনা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

তেরখাদায় জলাবদ্ধ ভূতিয়ার বিলে পদ্মফুল দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসছেন। দিন যাচ্ছে আর পর্যটকদের ভিড়ে বিনোদনপ্রেমীদের প্রিয় স্পট হিসেবে রূপ নিচ্ছে ভূতিয়ার বিল। তাতে দর্শনার্থীদের মন ভরলেও এলাকাবাসীর পেট ভরছে না। 

‘পদ্মফুলে কি আর পেট ভরে। বিলে আমরা ধান চাষ করতে চাই। দ্রুত জলাবদ্ধতার নিরসন চাই। আগের মতো সোনালী ফসলে মাঠ ভরা দেখতে চাই’। খুলনার তেরখাদা উপজেলার ভূতিয়ার বিল নিয়ে এমন অভিব্যক্তি ব্যক্ত করেন স্থানীয় পাতলা গ্রামের মুক্তিযোদ্ধা প্রফুল্ল কুমার মরু। 

প্রবীণ এ মুক্তিযোদ্ধা ভূতিয়ার বিল নিয়ে বলেন, স্থায়ী জলাবদ্ধতার কারণে ভূতিয়ার বিলের চারপাশের মানুষের সব আশা-আকাঙ্ক্ষা ম্লান হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে ধান চাষ করতে পারছেন না কৃষকরা। পাঁচ বছর মেয়াদি কৃষিজমি পুনরুদ্ধার প্রকল্পের কাজ ধীরগতিতে চলায় এ বছরও ধান লাগানো সম্ভব হয়নি। ভূতিয়ার বিলের চারপাশের প্রায় ৪০/৫০ হাজার কৃষক পরিবার এখন নিঃস্ব প্রায়। তাদের সবারই কম বেশি ফসলি জমি আছে বিলটিতে। কিন্তু সারা বছরই জমির ওপর কোমর পানি জমে থাকায় চাষাবাদ হয় না। ফলে মাছ ধরাই তাদের জীবিকা হয়ে দাঁড়িয়েছে। এখন সে মাছও আগের মতো মিলছে না।

আজকের খুলনা
আজকের খুলনা