• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খাদ্য সহায়তা না পেয়ে যশোরে দরিদ্রদের বিক্ষোভ

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

যশোরে ত্রাণের নামে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে আত্মসাতের প্রতিবাদে ও খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ করেছেন কর্মহীন দরিদ্ররা। সোমবার সকাল ১০টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন।

এ সময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খাদ্য সহায়তা না পাওয়া যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দারা সকালে রেলগেট এলাকায় যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। এ সময় তারা অভিযোগ করেন, করোনার কারণে কর্মহীন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পাননি। তারওপর এলাকার একটি মহল ত্রাণ দেয়ার নামে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করেছে। ওই টাকায় কোনো ত্রাণ কেনা হয়নি বরং লুটপাট হয়েছে।

প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলাকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে যান। এরপর তারা মাইকিং করে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটলে তালিকা করে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) তানজিলা আকতার।

এদিকে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি বলেন, ত্রাণ যৎসামান্য, সবাইকে একবারে দেয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে সকলকে দেয়া হবে।

তিনি আরও জানান, এ বিক্ষোভের পর জেলা প্রশাসক তাকে ডেকে পাঠান এবং ত্রাণ সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা