• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাবনায় কলেজছাত্র মিশকাত হত্যার বিচার দাবি

আজকের খুলনা

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের মেধাবী শিক্ষার্থী আহমেদ মিশকাত মিশুর হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে পাবনা কলেজ ও শিবরামপুর এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে জলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও পথসমাবেশে বক্তারা দাবি করেন, মিশকাত মিশুকে নির্মমভাবে হত্যার পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু প্রভাবশালী আসামিকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করায় মামলার বাদীর নারাজি পিটিশনের প্রেক্ষিতে আদালত মামলাটি পুলিশের কাছ থেকে পিবিআইতে ন্যস্ত করে। হত্যাকাণ্ডের বছর পার হয়ে গেলেও এখনও চার্জশিট দেয়নি পিবিআই। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এই মামলার চার্জশিট দাখিল, মামলার রায় প্রদান ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে কার্যকর করতে হবে।

মানববন্ধন চলাকালে পথসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন, পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক রনি, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মোশররফ হোসেন, এলাকাবাসীর পক্ষে আবু ইকবাল মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, প্রফেসর মোহাম্মদ দাইয়ান উদ্দিন খান, সাংবাদিক আব্দুল জব্বার খান, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ শরিফুজ্জামান মুনসহ আরও অনেকে।

আজকের খুলনা
আজকের খুলনা