• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

আন্দোলনকারীদের হাতে তিন সাংবাদিক আহত

আজকের খুলনা

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪  

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সকাল ১০ টা থেকে ছাত্ররা ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের অদূরে মানরা নামক স্থানে অবস্থান নেন। এ সময় হাজার হাজার ছাত্ররা সরকার পতনের স্লোগান দিতে থাকে।

রবিবার দুপুর ১২ টার দিকে হঠাৎ করে ছাত্র আন্দোলনকারীরা প্রথমে ঢাকা আরিচা মহাসড়কের মানরা এলাকায় এটিএন বাংলার মানিকগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম সুজনকে আহত করে। তাকে উদ্বার করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর মানিকগঞ্জ প্রতিনিধি আর এস মঞ্জুর রহমানকেও পিটিয়ে জখম করে আন্দোলনকারীরা। পরে স্থানীয় পত্রিকার রিপোটার দেওয়ান সাতমান শাওনকে আহত করে।

পরে তিন সাংবাদিকে সহকর্মীরা উদ্বার করে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। সাংবাদিক শাওনের মাথায় ১২ টি শেলাই দেওয়া হয়েছে। সাংবাদিক সুজন ও মঞ্জুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরে আন্দোনকারীরা মানিকগঞ্জ মমতাজ হাসপাতাল, ইসলামী হাসপাতাল,  মানিকগঞ্জ বাস স্টান্ডের বিভিন্ন স্থাপনা ভাঙ্গচুর করে। এ সময় মটর সাইকেলসহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গচুর করে।

তবে শুরুতে পুলিশ শান্ত অবস্থায় ছিল। পরে শহরে আন্দোলন ছড়িয়ে পড়লে পুলিশ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজকের খুলনা