• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

মাঠে নেই আন্দোলনকারীরা, সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত পুলিশ

আজকের খুলনা

প্রকাশিত: ১১ জুলাই ২০২৪  

বিকেল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার কথা ছিল সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীদের। তবে এখনো (পৌনে চারটা) সেখানে কেউ আসেননি। এদিকে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ। শাহবাগ মোড়ে সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে তারা।

শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, গুটি গুটি বৃষ্টি পড়ছে, যান চলাচল স্বাভাবিক আছে। তবে রাস্তায় গণপরিবহন বা ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম। গাড়ির চাপ নেই বললেই চলে।

মোড়ের চারপাশে ছোট ছোট দলে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। থানা পুলিশের পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এনে এখানে মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি কিছুটা থমথমে মনে হচ্ছে। যেকোনো মুহূর্তে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিতে পারেন। তআদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশও প্রস্তুত রয়েছে।

বিভিন্ন সূত্র বলছে, আজ শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের নামতে দেবে না পুলিশ। রাস্তা অবরোধ করার চেষ্টা করলে শক্তি প্রয়োগের দিকে যাবে তারা।

আজকের খুলনা