• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিএনপি নির্বাচনে আসতে চাইলে সুযোগ সৃষ্টি করা হবে: ইসি রাশেদা

আজকের খুলনা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন দেখে সুযোগ সৃষ্টি করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে নির্বাচন কমিশন ভেবে দেখবে। ’

নির্বাচন ভবনে নিজ দপ্তরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ কথা বলেন।

রবিবার সংসদে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ভোট পেছানোর অনুরোধ জানানোর একদিন পর ইসি রাশেদা সুলতানা এ বিষয়ে কথা বললেন।

রাশেদা সুলতানা বলেন, ‘এরই মধ্যে আওয়ামী লীগসহ ১০টি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছে।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সমমনা দলগুলো নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে। বিক্রি করা হচ্ছে দলীয় মনোনয়ন ফরম। তবে বিএনপি ও সমমনা দলগুলো তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা আন্দোলনে রাজপথে রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা