• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

মার্কিন রাষ্ট্রদূত ডিনার খাক, খুনি-সন্ত্রাসীদের সাথে সংলাপ নয়

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি-সন্ত্রাসীদের সাথে সংলাপের কোনো সুযোগ নেই।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানানো মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কথার পরিপ্রেক্ষিতে সরকারপ্রধান এ কথা বলেন।

ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে  মঙ্গলবার সংবাদ সম্মেলনে পিটার হাসের সংলাপের আহ্বান নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রথমেই প্রশ্ন রাখেন মার্কিন রাষ্ট্রদূত এখানে বিরোধীদল বলতে কাকে বোঝাচ্ছেন। তিনি বলেন, পার্লামেন্টারি ব্যাবস্থায় বিরোধীদলের সংজ্ঞা অনুযায়ী বিরোধীদল তারাই যাদের সংসদে সিট আছে। এর বাইরের দলগুলোকে আমেরিকার মতো দেশেও বিরোধীদল হিসেবে গণ্য হয় না। যদিও বাংলাদেশের গণতন্ত্র অনেকটা ওয়েস্টমিনস্টার ব্যবস্থায় পরিচালিত হয়, এই ব্যাবস্থায়ও পার্লামেন্টের অংশ নয় এমন দলকে বিরোধীদল বলা হয় না।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী তার বেলজিয়াম সফরের বিভিন্ন দিক গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে প্রশ্নকারী সাংবাদিক জানান, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলার সময় বিরোধীদলের সাথে শর্তহীন ভাবে সংলাপের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীসংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
পরে উত্তর দিতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তাকে প্রশ্ন করা উচিত ছিলো, সাম্প্রতিক সহিংসতায় এতোগুলো মানুষকে হত্যা করা হলো তার বিষয়ে তাদের কোন মন্তব্য নেই কেন। কিছুদিন আগে একটা উপ-নির্বাচনের সময় হিরো আলম নামের একজন প্রার্থীর ওপর একটা হামলার ঘটনার পর তারা সেই ঘটনার বিচার দাবি করেছিলো, এখন যখন পুলিশ হত্যা করা হলো, এতোগুলো সাংবাদিককে মারা হলো- তারা এর বিচার দাবি করে না কেন? 

খুনি-সন্ত্রাসীদের সাথে বৈঠকের কোন সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুনিদের সাথে কিসের বৈঠক, কিসের আলোচনা? যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে, যারা আমাদের সসমস্ত উন্নয়ন কর্মকাণ্ড ধ্বংস করতে পারে তাদের সাথে কিসের ডায়লগ? 
 
পিটার হাসকে উদ্দেশ করে সরকার প্রধান বলেন, সে (মার্কিন রাষ্ট্রদূত) বসে ডিনার খাক আর ডায়লগ করুক। এটা আমাদের দেশ, আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে। কাজেই আমাদের সার্বভৌমত্বের বিষয়টা তাদের মাথায় রাখা উচিত। ওই খুনিদের সাথে আলোচনা করি এটা আমাদের মানুষও চায় না, বরং এখন মানুষ তাদেরকে ঘৃণা করে। বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাধারণ জনগণ ঘৃণা করে। 

বিএনপি সন্ত্রাসী দল, যেভাবে শিক্ষা দিতে হয় সেটাই দেব: শেখ হাসিনাবিএনপি সন্ত্রাসী দল, যেভাবে শিক্ষা দিতে হয় সেটাই দেব: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দুর্নীতির মামলায় এখন কানাডা থেকে লোকজন এসে সাক্ষ্য দিচ্ছে। কানাডা থেকে দুজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা খালেদা-তারেকের দুর্নীতির প্রমাণ দিচ্ছে। এদের এইসব দুর্নীতির কথা কি তারা জানে না? 

এসময় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, জার্নালিস্ট উইদাউট বর্ডারের মতো আন্তর্জাতিক সংগঠনগুলো কেন সাংবাদিক নিপীড়নের ঘটনায় কোন বিবৃতি দেয়নি, এখন তারা কেন চুপ করে বসে আছে? কেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মত মানবাধিকার সংস্থা এই ভয়াবহ তাণ্ডবের পরেও চুপ করে বসে আছে? তাদের মানবিক বোধ এখন কোথায়?

এসব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তোলা উচিত বলে মন্তব্য করেন সরকার প্রধান। 

আজকের খুলনা