• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

পাকিস্তানকে ফের ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। দেশটি ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এমন আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শ্রীলঙ্কা সফর শেষে রোববার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সামনে এমনটাই দাবি করেন মন্ত্রী। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সফরে গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার সঙ্গে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নে ওকালতি করার আশ্বাস দিয়েছি। হিনা রাব্বানি আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চেয়েছে। আমি বলেছি, সম্পর্ক বাড়ানোর একটি বড় উপায় হলো, ক্ষমা চাওয়া। ১৯৭১ সালে আপনারা যে গণহত্যা চালিয়েছেন তার জন্য পাবলিকলি ক্ষমা চান। তবেই সম্পর্ক বাড়ানোর বিষয়ে আমি তর্ক করব। তা না হলে আমার জন্য (সম্পর্ক বাড়ানো) কষ্ট হবে।

কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে ওনাদের কিছু সীমাবদ্ধতা আছে জানালে আমরাও সীমাবদ্ধতার কথা জানিয়ে দেই। তবে সম্পর্ক বাড়ানোর বিষয়ে পাকিস্তানের আচরণ খুবই ইতিবাচক। তারা চাচ্ছে, আমাদের সঙ্গে সুসম্পর্ক করতে। তারা ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) চাচ্ছে। শুরুতে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় তারা। আমি বলেছি, আপনারা অনেক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। তাই ব্যবসাটা একপক্ষীয় হয়ে গেছে বলে মন্তব্য করেন ড. এ কে আব্দুল মোমেন।

আজকের খুলনা
আজকের খুলনা