• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইঞ্জিনে পাখি, সৌদির ফ্লাইট বিলম্ব

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিলম্বিত হচ্ছে। ফ্লাইটটির ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় এটি ছাড়তে দেরি হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা ধরে যাত্রীরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন।

অপেক্ষারত যাত্রীরা জানান, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিট। তাদের টিকিটেও ফ্লাইট ছাড়ার এই সময় উল্লেখ আছে।

এদিকে বিমান কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিট। তবে সকাল ৮টা পর্যন্ত এটি ছাড়েনি।
 
সৌদিগামী যাত্রী আজিম জানান, শুক্রবার রাত ১টা ১৫ মিনিটে তাদের বিজি ০৩৩৯ ফ্লাইটটির যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু ওই সময় ফ্লাইট ছাড়েনি। পরে জানানো হয় ফ্লাইট রাত ২টা ৩০ মিনিটে ছাড়বে। এরপর আবার সকাল ৬টা ১৫ মিনিটে ফ্লাইট ছাড়বে বলে জানানো হয়। সে সময়ও ফ্লাইট ছাড়েনি। বিমানবন্দরের স্ক্রিনে ফ্লাইট ছাড়ার সময় সকাল ৭টা দেখালেও শেষ পর্যন্ত ছাড়েনি।

বিমানবন্দরে অপেক্ষায় থাকা যাত্রীরা বলছেন, বিমান কর্তৃপক্ষ সঠিকভাবে তাদের কোনো তথ্য দিচ্ছে না। দীর্ঘসময় বিমানবন্দরে অপেক্ষায় থেকে শিশুরা কান্নাকাটি করছে।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইটটি ছাড়তে দেরি হচ্ছে। বিমানটি মেরামতের কাজ চলছে।

তিনি বলেন, সকাল ১০টায় সৌদির উদ্দেশে ফ্লাইটটি ছাড়বে। ফ্লাইটে যাত্রীসংখ্যা ৩৭৫ এবং এটি সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল।

আজকের খুলনা
আজকের খুলনা