• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি আজ থেকে

আজকের খুলনা

প্রকাশিত: ২২ জুন ২০২২  

ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ-টিসিবি সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করছে বুধবার। তবে এবার আগের মতো ট্রাকে নয়, শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে নির্দিষ্ট তিনটি পণ্য বিক্রি করা হবে। এই কার্যক্রম চলবে ৫ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

টিসিবির উদ্যোগে এতদিন ট্রাকে তেল, চিনি, পেঁয়াজ, ডাল, খেজুর ও ছোলা সুলভ মূল্যে বিক্রি করা হতো। ভ্রাম্যমাণ সেই বিক্রি কার্যক্রম এখন বন্ধ। শুধু ফ্যামিলি কার্ডধারীরা এখন সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।

দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে ডাল, তেল ও চিনি বিক্রি করবে টিসিবি।

প্রতি কেজি চিনি ৫৫, মুসর ডাল ৬৫ ও সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।

সারা দেশে বুধবার একযোগে বিক্রি কার্যক্রম শুরু হলেও মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে বিক্রি শুরু হবে ২৬ জুন। আর বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোতে এ কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় বিক্রির তারিখ পরবর্তীতে জানানো হবে।

চলতি মাসের ১ তারিখ থেকে টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি শুরুর কথা ছিল। তবে ঢাকা ও বরিশাল সিটি করপোরেশনে নতুন করে ফ্যামিলি কার্ড তৈরি কার্যক্রম শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

আজকের খুলনা
আজকের খুলনা