• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দুই কোটি লিটার সয়াবিন তেল নিয়ে ভিড়লো জাহাজ

আজকের খুলনা

প্রকাশিত: ৫ মে ২০২২  

২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল নিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামের একটি জাহাজ।

এই সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও সেনা কল্যাণ এডিবল অয়েল লিমিটেড।

জাহাজটির মাধ্যমে আমদানি করা এই সয়াবিন তেল খালাস প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক।

জাহাজটিতে সয়াবিন তেল আমদানিকারকরা জানান, আমদানির পর তেল দ্রুত পরিশোধন করে বাজারজাত করা হবে। গেল অর্থবছরে দেশে ৬৫ হাজার টন। অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে বিশ্ববাজারে সয়াবিনের দামে অস্থিরতা শুরু হয়। আর্জেন্টিনা রপ্তানি সীমিত করার ঘোষণা এবং ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি বন্ধের ঘোষণার পর দাম বাড়ার নতুন নতুন রেকর্ড হয়।

দেশেও দাম না পেয়ে আমদানি কমিয়ে দেন ব্যবসায়ীরা। আবার ঈদের পরে দাম বাড়বে, এমন চিন্তা থেকে মজুতের প্রবণতাও শুরু হয়। তাতে সয়াবিন তেলের সংকট তৈরি হয়।

আজকের খুলনা
আজকের খুলনা