• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আল আকসা মসজিদে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২  

পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ নিন্দা জানানো হয়। সেখানে দখলকৃত পূর্ব জেরুজালেমে দখলদার ইসরায়েলি বাহিনীর এ ধরনের হামলা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গত ১৫ এপ্রিল সকালে আল আকসা মসজিদে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। মানুষের মৌলিক অধিকারের ওপর এই ধরনের হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। সেই সাথে এ ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের শামিল বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, ধর্ম হলো একটি মৌলিক মানবাধিকার। সুতরাং এই অধিকার অক্ষুণ্ন রাখা প্রয়োজন। বিশেষ করে পবিত্র রমজান মাসে সব ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিজ্ঞপ্তিতে দখলকৃত পূর্ব জেরুজালেমের সমস্যার একটি টেকসই সমাধান এবং ফিলিস্তিনিদের আটক ও চিকিৎসা ব্যবস্থায় বাধাদানের মতো ‘জঘন্য’ কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড প্রাপ্তির ক্ষেত্রে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের শক্ত সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেই সাথে সকল পক্ষকে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজকের খুলনা
আজকের খুলনা