• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাত মামলা

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

জাল কাগজে ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও পরিচালক মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ই জানুয়ারি) সকালে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার এ মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, রাফি মাহি নামের একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান। যার মালিক দেখানো হয়, আসিফ উদ্দিন নামের এক ব্যক্তিকে। দুদকের অনুসন্ধানে বের হয়, আসিফ উদ্দিন সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের প্রতিষ্ঠান লকপুর গ্রুপের কর্মচারী।

পরে দুদকের জিজ্ঞাসাবাদেও আসিফ জানান, কাগুজে প্রতিষ্ঠানে তাকে ভুয়া মালিক বানিয়ে ঋণ নেয়া হয় ব্যাংক থেকে। পরে ঋণের টাকা আর ফেরত পাওয়া যায়নি। ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও পরিচালক মোয়াজ্জেম তাকে এই কাজে সহযোগিতা করায় মামলায় তাদের আসামি করা হয়।

এর আগে জালিয়াতি করে ঋণের নামে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসিবি) ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে গত ২১ অক্টোবর ২০২১ তারিখ আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজকের খুলনা
আজকের খুলনা