• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যুক্তরাজ্যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে রোড শো

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

আগামী ৪ নভেম্বর যুক্তরাজ্যে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক রোডশো শুরু। দেশটির রাজধানী লন্ডন ও বার্মিংহামে এই রোডশোর আয়োজন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

এতে বাংলাদেশের অর্থনীতির নীতি নির্ধারকরা অংশ নেবেন। এরমধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিডা) মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম প্রমুখ। 

 

আয়োজক সংস্থা বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিদেশের মাটিতে চতুর্থবারের মতো এই রোড শো হতে যাচ্ছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডে রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে তুলে ধরে বিদেশি প্রবাসী বিনিয়োগ আর্কষণ এই আয়োজনের উদ্দেশ্য। বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, বাণিজ্য, বাংলাদেশি পণ্য ও সেবা, শেয়ারবাজার এবং বন্ড মার্কেটকে তুলে ধরা হবে। 

জানা গেছে, বিদেশি ও অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আকর্ষণ এই আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ করে প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সে বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। আর পুরো প্রোগ্রামের নাম দেয়া হয়েছে ‘রাইজ অব বেঙ্গল টাইগার’। ৮ নভেম্বর বার্মিংহামে এই রোড শো শেষ হবে। 

এবারের আয়োজনের একটু ভিন্নতা রয়েছে। এখানে দেশের আর্থিকখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা অংশ নেবেন। যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্যেও এনিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। আয়োজকদের প্রত্যাশা এটি সফলভাবে শেষ হলে, দেশে বড় ধরনের বিনিয়োগ আসবে। 

আজকের খুলনা
আজকের খুলনা