• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রতিবছর স: কর্মচারীদের ডোপ টেস্ট,বাদ যাবে না শিক্ষক-শিক্ষার্থীরা

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১  

প্রতিবছর সরকারি কর্মচারীদের ডোপ টেস্টের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রতিবছর সরকারি কর্মচারীদের ডোপ টেস্টের আওতায় আনা হবে। সরকারি কর্মচারীর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও ডোপ টেস্টের আওতায় আসবে।

আফগানিস্তান প্রসঙ্গে মন্ত্রী বলেন, আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক, এটা বাস্তবসম্মত নয়। আফগানিস্তানের তালেবান হামলা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, সেটার জেরে বাংলাদেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই। এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে।

তিনি আরো বলেন, আফগানিস্তান আমাদের থেকে এক হাজার কিলোমিটার দূরে, আর সে দেশের সঙ্গে বিমান চলাচলসহ সবধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। সুতরাং সেখানে বাংলাদেশ থেকে কারো যাওয়ার সুযোগ নেই।

আজকের খুলনা
আজকের খুলনা