• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দেশের উন্নয়নে সরকার সবকিছু করবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুজিবনগরখ্যাত ঐতিহাসিক মেহেরপুর জেলার উন্নয়নে সরকার সবকিছু করবে। এ সরকারের আমলে বিশ্ববিদ্যালয় স্থাপন, রেললাইন স্থাপন, ভৈরব নদ খনন, আবার ভৈরব নদ পুনঃখননের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৬৩৫ কোটি টাকা ব্যয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কসহ জেলার বিভিন্ন সড়ক নির্মাণ, স্কুল-কলেজের ভবন নির্মাণ ও মুজিবনগরে স্থলবন্দর স্থাপন করা হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ এখন বিশ্বের বুকে রোল মডেল। 

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উদ্বোধনী মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি, মেহেরপুরের ডিসি ড. মোহাম্মদ মুনসুর আলম খান, এসপি মো. রাফিউল আলম, প্রকল্প পরিচালক উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প এলজিইডির প্রকৌশলী জিপি চৌধুরী, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান।

আজকের খুলনা
আজকের খুলনা