• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভাপা পুলি পিঠা

আজকের খুলনা

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩  

শীত মানেই বাঙালির ঘরে ঘরে পিঠা পুলির উৎসব। আর নানারকম পিঠার তালিকায় কমবেশি সবারই প্রিয় পুলি পিঠা থাকবে। তেলে ভেজে কিংবা ভাপে নানা উপকরণ মিশিয়ে ভিন্ন স্বাদের নানা ধরনের পুলি পিঠা তৈরি করা হয়। 

শহরে অনেকেই আছেন যারা পুলি পিঠা খেতে পছন্দ করেন কিন্তু কীভাবে বানাবে তা জানেন না। চলুন তবে জেনে নেয়া যাক ভাপা পুলি পিঠা তৈরির রেসিপিটি- 

উপকরণ: চালের গুঁড়া দুই কাপ, কোরানো নারিকেল এক কাপ, খেজুরের গুড় পরিমাণ মতো, লবণ সামান্য, পরিমাণ মতো পানি। 

প্রণালী: প্রথমে চালের গুঁড়া হালকা ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। এবার চুলায় কড়াই গরম করে গুড় ও নারকেল একসঙ্গে জ্বাল দিন। মিশ্রণটি শুকিয়ে আঁঠালো হয়ে আসলে নামিয়ে নিন। এবার খামির হাতে নিয়ে গোল গোল করে বেলে এর মাঝখানে পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। এভাবে সব পুলি পিঠা তৈরি করে ভাপে সেদ্ধ করতে হবে। ভেজে খেতে চাইলে ভাপ না দিয়ে ডুবো তেলেও ভাজতে পারেন। ভাজা হয়ে গেলে হাড় কাঁপানো শীতে পরিবেশন করুন গরম গরম পুলি পিঠা।
 

আজকের খুলনা
আজকের খুলনা