• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তুলতুলে নরম লোভনীয় গোলাপজাম

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১  

গোলাপজাম মিষ্টির মধ্যে খুব জনপ্রিয়ি। এটি খেতে খুবই সুস্বাদু,অনেকেরই বেশ পছন্দের। গরম গরম গোলাপজামের কোন তুলনাই হয় না। আপনি চাইলেই সুস্বাদু এই মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. দুধ ২ লিটার

২. চিনি- ২ কাপ

৩. ঘি ২ কাপ

৪. তেল ২ কাপ

৫ . সুজি ২ চা চামচ

৬. ময়দা ২ চা চামচ

৮. খাবার সোডা- ২/৪ কাপ

৮. জাফরান- ৩ চা চামচ

৯. এলাচ গুঁড়া- ৩ চা চামচ

১০. লেবুর রস সামান্য

 

প্রস্তুত পদ্ধতি

প্রথমে দুধ চুলায় বসিয়ে গরম করে নিন। এরপর দুধ ফুটে উঠলে এতে লেবুর রস দিয়ে দিন। দুধ কেটে ছানা হলে ছেঁকে ছানাগুলো আলাদা করে নিন। একটি বড় পাত্রে ছানার সঙ্গে এলাচ গুঁড়া, খাবার সোডা, ময়দা, সুজি ভালো করে মিশিয়ে নিন।এরপর ময়ান একটু নরম হয়ে এবং ক্রিমি হয়ে এলে তা থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। সিরার জন্য চিনি,পানি ও জাফরান এক সঙ্গে জ্বাল দিন। পানি ফুটে সিরা প্রায় হয়ে এলে নামিয়ে নিন। চামচ দিয়ে সিরা তুলে দেখবেন, সিরা দিয়ে একটি তার তৈরি হলে বুঝবেন সিরা তৈরি।

তারপর কড়াইতে ঘি ও তেল মিশিয়ে চুলায় দিন। গরম হয়ে এলে সেই তেলে ছানার তৈরি বলগুলো একটি একটি করে দিয়ে দিন। অল্প আঁচে মিষ্টিগুলো ভেজে নিন। যখন বাদামি হয়ে আসবে তখন তুলে নিয়ে সিরায় ভিজিয়ে দিন। মিনিট ১০ পর তুলে নিন। এবার তুলে নিয়ে বাদাম কিসমিস উপরে ছিটিয়ে দিয়ে পরিশেন করুন গরম গরম।

আজকের খুলনা
আজকের খুলনা