• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ছবিটি দর্শকদের হৃদয়ে ভালোবাসা ছড়াবে

আজকের খুলনা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম। এ পর্যন্ত বেশকিছু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। ঢাকাই চলচ্চিত্রের পাশাপাশি কলকাতায়ও তিনি বর্তমানে বেশ পরিচিত মুখ। এপার বাংলার শীর্ষ তারকা শাকিব খানের পাশাপাশি ওপার বাংলার জনপ্রিয় হিরো জিতের বিপরীতেও কাজ করেছেন তিনি। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ২০০৮ সালে ‘আমার আছে জল’ ছবিতে দারুণ অভিনয় করার পর থেকেই আলোচনায় উঠে আসেন বিদ্যা সিনহা মিম। এরপর এ অভিনেত্রী বাণিজ্যিক ছবির নায়িকা হয়ে আরো সফলতা পান। পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ নামের ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ২০০৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার পরই মিমের লিপে ‘কি জাদু করেছ বলো না’ শিরোনামের গানটি বাংলা ছবির দর্শকদের মুখে মুখে ছিল। ফলে পেছনে আর তাকাতে হয়নি তাকে।

নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে দারুণ সব কাজ দর্শকদের উপহার দিয়ে আসছেন তিনি। এরইমধ্যে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আসছে ফেব্রুয়ারিতে মিম অভিনীত নতুন ছবি ‘পরাণ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভালোবাসা দিবসে এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির পরিচালক রায়হান রাফি। সামনে ছবিটি সেন্সরে জমা হবে। বিদ্যা সিনহা মিম বলেন, আমিও চাই ভালোবাসা দিবসে ‘পরাণ’ মুক্তি পাক। এরইমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। ডাবিংও শিগগিরই শুরু হবে। এরপরই সেন্সরে জমা হবে। একটা মফস্বল শহরের মিষ্টি প্রেমের গল্পের ছবি এটি। যদিও শেষ পর্যন্ত প্রেমের মধ্যে বিষাদ আসে। তবে সিনেমার কাহিনীটি সত্যিই মনে লাগার মতো। আশা করছি, ভালোবাসা দিবসে ছবিটি দর্শকদের হৃদয়ে ভালোবাসা ছড়াবে । ‘পরাণ’ ছবিতে নতুন দুই নায়ক শরীফুল রাজ ও ইয়াশ রোহানের বিপরীতে মিমকে দর্শকরা দেখতে পাবেন। ঢাকায় সবশেষ মিম অভিনীত ‘সাপলুডু’ ছবিটি মুক্তি পায়।

এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন মিম। ছবিটি দর্শকরা পছন্দও করেন। গত বছর তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ ছবিটিও মুক্তি পায় মিমের। এ ছবিতে তার নায়ক হিসেবে দর্শকরা বাপ্পি চৌধুরীকে দেখতে পান। মাঝে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ শীর্ষক ওয়েব সিরিজে অভিনয় করেন এ অভিনেত্রী। এটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘নীল দরজা’ নামের ওয়েব সিরিজেও কাজ করেছেন মিম। সম্প্রতি এ পর্দাকন্যা নতুন বিজ্ঞাপনের পাশাপাশি আরো বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছেন। এদিকে রায়হান রাফির পরিচালনায় আরেকটি সিনেমা ‘ইত্তেফাক’-এ অভিনয় করেছেন তিনি। এ ছবির কাজ সিলেটে হয়েছে। মিম বলেন, গল্পনির্ভর সিনেমা এটি।

ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। এতে আমার সহশিল্পী সিয়াম আহমেদ। সামনে ছবির বাকি কাজ শুরু হবে। এ ছবিটিও দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এদিকে সিনেমার শুটিংয়ের বাইরে গত বছর মিম মুম্বইয়ের নামকরা ফ্যাশন হাউস ‘বিনয়’-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। প্রতিষ্ঠানটির ফটোশুটেও অংশ নেন এই অভিনেত্রী। বিখ্যাত ফটোগ্রাফার নরেন বল্লা তার ছবি তোলেন। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হওয়ার সুবাদে মুম্বইয়ে পারিচিত হয়ে ওঠেছেন তিনি। এরইমধ্যে সেখানে কয়েকবার ফটোসেশনের জন্য ডাক পেয়েছেন। মিম বলেন, আগে কখনো এত বড় আয়োজনে ফটোশুট করিনি। মনে হয়েছিল যেন সিনেমার শুটিং করছি।  কাজটি বেশ উপভোগ করেছিলাম। বর্তমান ব্যস্ততা নিয়ে মিম সবশেষে জানান, এই দুটি ছাড়াও আরো কয়েকটি সিনেমা নিয়ে প্রযোজকদের সঙ্গে কথাবার্তা চলছে। চিত্রনাট্য পছন্দ হওয়াসহ সবকিছু মিলে গেলে নতুন এই বছরে আরো কয়েকটি সিনেমায় অভিনয় করবেন। এছাড়া আগামীকাল রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য একটি অনুষ্ঠানে অংশ নিবেন তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা