• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

ভেনেজুয়েলায় মাদুরোর প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী ঘোষণা যুক্তরাষ্ট্রের

আজকের খুলনা

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪  

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়াকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। নিকোলাস মাদুরোর জয় প্রত্যাখ্যান করেছে দেশটি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং আরো গুরুত্বপূর্ণভাবে ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট যে এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া সর্বোচ্চ ভোট পেয়ে ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।

মাদুরোকে জয়ী ঘোষণা করে প্রকাশিত বিতর্কিত ফলাফলকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। বিরোধী দলীয় নেতা মারিয়া কারিনা মাচাদো দেশজুড়ে গণবিক্ষোভের ডাক দিয়েছেন। শনিবার প্রতিটি শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন মাদুরো। এবার ৫১ শতাংশ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন বলে ঘোষণা করে দেশটির নির্বাচনী সংস্থা। তবে বিরোধীদলীয় জোটের দাবি, ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে ব্যাপক ব্যবধানে মাদুরোর বিপক্ষে বিজয়ী হয়েছেন গঞ্জালেস।

এ নির্বাচনকে কেন্দ্র করে ভেনেজুয়েলা নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে গতকাল দেওয়া বিবৃতিতে এ ধরনের কোনো হুমকি দেননি ব্লিঙ্কেন। যদিও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গঞ্জালেসকে স্বীকৃতি দিলেও আদৌ কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না ভেনেজুয়েলার রাজনীতিতে। বিরোধীদের আন্দোলনকে চক্রান্ত অভিহিত করে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলাসস মাদুরো।

আজকের খুলনা