• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

নিখোঁজ ৩ বোনের লাশ মিলল এক ট্রাঙ্কে

আজকের খুলনা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

নিখোঁজ ছিল তিন বোন। দিনভর শিশুকন্যাদের খুঁজে না পেয়ে বাবা-মা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। একদিন পরে তাদের দেহ উদ্ধার হলো একটি পরিত্যক্ত ট্রাঙ্ক থেকে।

এই ঘটনা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার। তিন শিশুকন্যার রহস্যমৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খবর এনডিটিভির

খবরে বলা হয়েছে, ওই বাড়িতে ভাড়া থাকত শিশুদের পরিবার। বাড়িওলার সঙ্গে ঝামেলা চলছিল তাদের।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি জলন্ধর জেলার কানপুর গ্রামের। ভাড়া বাড়িতে থাকত পরিযায়ী শ্রমিক পরিবারটি। দম্পতির ৫ সন্তানের মধ্যে তিন মেয়ে। রোববার সকাল থেকে নিখোঁজ ছিল কাঞ্চন (৪), শক্তি (৭) এবং অমৃতা (৭)। রাতে স্থানীয় মকসূদান থানায় গিয়ে অভিযোগ জানান দম্পতি।

সোমবার সকালে বাড়িরই একটি ট্রাঙ্ক থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, মেয়েদের বাবা সোমবার যখন গৃহস্থালির জিনিসপত্র স্থানান্তর করছিলেন এবং ট্রাঙ্কটি স্বাভাবিকের চেয়ে ভারী দেখতে পান তখন বিষয়টি উদ্ঘাটিত হয়। তিনি যখন ট্রাঙ্কটি খুললেন, তখন তিনি তার তিন মেয়ের লাশ ভিতরে দেখতে পান।

পুলিশ জানিয়েছে, মেয়েদের বাবা সম্প্রতি তার মদ্যপানের অভ্যাসের জন্য তার বাড়িওয়ালার কাছ থেকে আল্টিমেটাম পেয়েছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা